ফরিদপুরের মধুখালী উপজেলার শিক্ষার্থীদের কভিড ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাধ্যমিক শিক্ষার্থীদের টিকা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
মধুখালীতে ১২থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের ফাইজারের টিকা প্রদান শুরু হয়েছে। ১২ জানুয়ারী বুধবার পর্যন্ত প্রায় ১৪ হাজার শিক্ষার্থীদের এ টিকা প্রদান করা হয়েছে। তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আ, সালাম।
টিকা কর্মসূচির অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শামিম আরাসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ ।