ফরিদপুরে বাউল সম্রাট, মহাত্মা সাধক ফকির লালন শাহের ১৩১ তম তিরোধান স্মরণ উৎসব’২০২১ অনুষ্ঠিত হয়েছে।
আদিভাব লালন চর্চা কেন্দ্রের আয়োজনে শুক্রবার রাতে ফরিদপুর শহরের দক্ষিন টেপাখোলা আখড়া বাড়িতে এই তিরোধান স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়।লালন সাইজির স্মরণে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনার মধ্যে দিয়ে স্মরণ উৎসব শুরু হয়।এর পর আত্মদর্শন ও মানবপ্রেম সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাতভর লালনের ভাববাণী পরিবেশন করেন বিশিষ্ট বাউল শিল্পিগন।
আদি ভাব লালন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি বাউল রূপক সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মরণ উৎসব এর উদ্বোধন করেন আদি ভাব লালন চর্চা কেন্দ্রের উপদেষ্টা ও পৌর কাউন্সিলর ইকবাল হোসেন ফয়সাল । উৎসবের আলোচনায় অংশ নেন বিশিষ্ট সাধক ফকির আদেলউদ্দিন শাই,ফকির নিজাম উদ্দিন শাহ, চাঁদপুর ইউনিয়ন পরিষদ সদস্য ও আদি ভাব লালন চর্চা কেন্দ্রের উপদেষ্টা পলাশ দেবনাথ। স্মরণ উৎসবে লালনের ভাব সংগীত পরিবেশন করেন, বাউল শিল্পী ফকির নিজাম উদ্দিন শাহ ডলার , ফকির ইমান খান, বাউল বিভুতি ভুষন সরকার, বাউল নারায়ন মন্ডল, বাউল জয়চাঁদ সাধু , বাউল আজাদ, ফকির সেকেন্দার শাহ,বাউল রাজু ফকির, বাউল আজহারউদ্দিন,বাউল আমিরুল ইসলাম,বাউল সুইটি কাঙ্গালিনী,বাউল রওশন আরাসহ আরো অনেকে।শেষে সাধু সেবার আয়োজন করা হয়।