হাজার হাজার মানুষের শ্রদ্ধার্ঘ্য অপর্নের মধ্য দিয়ে ফরিদপুরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালিত হয়েছে। শহরের গোয়ালচামটস্থ্য শহীদ স্মৃতিস্তম্ভে সকাল ৮টায় ফরিদপুর জেলা প্রসাশক , পুলিশ সুপার , মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ , পৌরসভা, ফরিদপুর প্রেসক্লাব, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন, বিএনপি ও এর অঙ্গসংগঠনসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দল সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
এর আগে শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়।
পরে শহরে এক বর্নাঢ্য বিজয় র্যালী বের করা হয়।