ঢাকা ০৯:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তরুণরা জেগে উঠলে কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না: প্রধান উপদেষ্টা পিআর পদ্ধতিতে নির্বাচন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুরে অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে আন্দোলনরতদের সাথে ব্যাপক সংঘর্ষ, বিভিন্ন স্থাপনায় ভাঙচুর-আগুন পিআর পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা ফরিদপুরের ব্যবসায়ী খান মাহবুব এর ৫ম মৃত্যু বার্ষিকী আজ ইসরায়েলি বাহিনী গাজা সিটিতে ১৬টি ভবন ধ্বংস করেছে, নিহত ৫৩ সারাদেশে ৪ কোটি ৯০ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এশিয়া কাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে গুঁড়িয়ে দিলো ভারত

ফরিদপুরে মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ বেদীতে আলো প্রজ্জ্বলন করে ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
  • ১৪১ Time View

মহান শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ চত্ত¡রে অবস্থিত শহীদ বেদীতে আলো প্রজ্জ্বলন করা হয়েছে । ভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণে ও ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন করা হয়।

বাংলার দামাল সেনানীদের স্বপ্নগাঁথা এবং ভাষা আন্দোলনের তাৎপর্য ও গুরুত্ব আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য গতকাল সোমবার সন্ধ্যায় যৌথভাবে এ আয়োজন করে ফরিদপুর প্রথম আলো বন্ধু সভা ও ফরিদপুর নাগরিক মঞ্চ।

সন্ধ্যার পর পরই দেড় সহস্রাধিক মোমবাতির শিক্ষা প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সমগ্র এলাকা আলোকিত হয়ে ওঠে। একে একে ফুটে ওঠে স্বরে অ, স্বরে আ, ক ও খ বাঙলা ভাষার বর্ণমালা ।

এ আয়োজন দেখতে ভিড় করে শিশু, নারী পুরুষ, বৃদ্ধসহ সর্বস্তরের অসংখ্য জনতা। সোমবার অপরাহ্নে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করলে প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার একদল তারুণ্য দীপ্ত তরুণ সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে এসে মোমবাতী স্থাপন শুরু করে। সন্ধ্যা নামার সাথে সাথে মোমবাতী প্রজ্জ্বলন করা শুরু হয়।

প্রথম আলো বন্ধুসভার সদস্যদের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা গোস্বামী, নারী নেত্রী আসমা আক্তার।

প্রথম আলো বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। সত্তর বছর আগে এ দিন মায়ের ভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলার অধিকারের দাবিতে আমাদের দামাল ছেলেরা রক্ত দিয়েছিল। আমাদের শহীদ দিবস আজ বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। বাংলার সেই সব দামাল সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এ আয়োজন। এ আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে ফরিদপুর নাগরিক মঞ্চ।

ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, ভাষা আন্দোরনের সূচনা করেছিল ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয় এ আন্দোলনের সুতিকাগার। এ কারনে এ আলো প্রজ্জ্বল কর্মসূচি আয়োজনের জন্য বহু আন্দোলন ও সংগ্রামের সূতিকাগার ফরিদপুরের অন্যতম বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজের ক্যাম্পসে স্থাপিত শহীদ মিনারকে বেছে নিয়েছি।

সরকারি রাজেন্দ্র করেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা বলেন, ভাষা আন্দোলন আমাদের এক অভ‚তপূর্ব আন্দোলন। সারা বিশ্বে এর দ্বিতীয় কোন নজির নেই। তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক সচেতন মানুষ এক একটি প্রজ্জ্বলিত আলোক শিখার মত। এ আয়োজনে তারই প্রকাশ ঘটেছে।

Tag :
জনপ্রিয়

তরুণরা জেগে উঠলে কোনো শক্তি দমিয়ে রাখতে পারে না: প্রধান উপদেষ্টা

ফরিদপুরে মহান শহীদ দিবস উপলক্ষে শহীদ বেদীতে আলো প্রজ্জ্বলন করে ভাষা শহীদ ও সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন

Update Time : ০৪:১৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২

মহান শহীদ দিবস উপলক্ষে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ চত্ত¡রে অবস্থিত শহীদ বেদীতে আলো প্রজ্জ্বলন করা হয়েছে । ভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের স্মরণে ও ভাষা সৈনিকদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এ আয়োজন করা হয়।

বাংলার দামাল সেনানীদের স্বপ্নগাঁথা এবং ভাষা আন্দোলনের তাৎপর্য ও গুরুত্ব আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য গতকাল সোমবার সন্ধ্যায় যৌথভাবে এ আয়োজন করে ফরিদপুর প্রথম আলো বন্ধু সভা ও ফরিদপুর নাগরিক মঞ্চ।

সন্ধ্যার পর পরই দেড় সহস্রাধিক মোমবাতির শিক্ষা প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে সমগ্র এলাকা আলোকিত হয়ে ওঠে। একে একে ফুটে ওঠে স্বরে অ, স্বরে আ, ক ও খ বাঙলা ভাষার বর্ণমালা ।

এ আয়োজন দেখতে ভিড় করে শিশু, নারী পুরুষ, বৃদ্ধসহ সর্বস্তরের অসংখ্য জনতা। সোমবার অপরাহ্নে সূর্য পশ্চিম আকাশে হেলে পড়তে শুরু করলে প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার একদল তারুণ্য দীপ্ত তরুণ সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে এসে মোমবাতী স্থাপন শুরু করে। সন্ধ্যা নামার সাথে সাথে মোমবাতী প্রজ্জ্বলন করা শুরু হয়।

প্রথম আলো বন্ধুসভার সদস্যদের পাশাপাশি এ সময় উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা গোস্বামী, নারী নেত্রী আসমা আক্তার।

প্রথম আলো বন্ধুসভার সভাপতি মানিক কুন্ডু বলেন, ২১ ফেব্রুয়ারি আমাদের শহীদ দিবস। সত্তর বছর আগে এ দিন মায়ের ভাষা বাংলা বাংলা ভাষায় কথা বলার অধিকারের দাবিতে আমাদের দামাল ছেলেরা রক্ত দিয়েছিল। আমাদের শহীদ দিবস আজ বাংলাদেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে। বাংলার সেই সব দামাল সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমাদের এ আয়োজন। এ আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে ফরিদপুর নাগরিক মঞ্চ।

ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন বলেন, ভাষা আন্দোরনের সূচনা করেছিল ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয় এ আন্দোলনের সুতিকাগার। এ কারনে এ আলো প্রজ্জ্বল কর্মসূচি আয়োজনের জন্য বহু আন্দোলন ও সংগ্রামের সূতিকাগার ফরিদপুরের অন্যতম বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজের ক্যাম্পসে স্থাপিত শহীদ মিনারকে বেছে নিয়েছি।

সরকারি রাজেন্দ্র করেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা বলেন, ভাষা আন্দোলন আমাদের এক অভ‚তপূর্ব আন্দোলন। সারা বিশ্বে এর দ্বিতীয় কোন নজির নেই। তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক সচেতন মানুষ এক একটি প্রজ্জ্বলিত আলোক শিখার মত। এ আয়োজনে তারই প্রকাশ ঘটেছে।