বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে শহরের ফরিদপুর উচ্চ বিদ্যালয় শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিংকু।
জেলা যুবদলের সভাপতি মোঃরাজিব হোসেন এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলি ইছা, বিএপির নেতা মোস্তাক হোসেন বাবলু, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গির হোসেনসহ নেতাকর্মী। পরে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া শহীদ জিয়ার শাহদাৎ বার্ষিকী উপলক্ষে বিকেলে নগরকান্দা উপজেলায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু।