মাননীয় প্রধাননমন্ত্রীর নির্দেশনা ও বাংলদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারন সম্পাদকের পরামর্শমতে, স্বেচ্ছাসেবকলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে শহরের অসহায়, দুঃস্থ্য ও নিম্ন আয়ের মানুষের মাঝে নিয়মিতভাবে রমজানের ইফতার বিতরন কার্যক্রম চলছে।
মঙ্গলবার বিকালে ইফতার বিতরন কার্যক্রমে আংশ নেন স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শওকত আলী জাহিদ। এ সময় শওকত আলী জাহিদ সাংবাদিকদের জানান, রোজার শুরু থেকেই ইফতার বিতরন কার্যক্রম চলছে এবং তা অব্যাহত থাকবে। তিনি জানান, ইতিমধ্যেই জেলা স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুরে দ্রুত সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করেত করোনা রোগীদের বিনামূল্যে এ্যাম্বুলেন্স সার্ভিস দেবার কার্যক্রম শুরু করেছে। এবং আগামি দুই দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা টেলি মেডিসিন সেবা শুরু করতে যাচ্ছি, যেখানে ঘরে বসেই বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে পারবে ফরিদপুরবাসী।
নিয়মিত ইফতার বিতরন কার্যক্রমে জেলা স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রবিন, শহর স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জলিল, সাধারন সম্পাদক এটিএম জামিল তুহিন, মেহেদী চিশতিসহ স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।