ফরিদপুরে ৬৩ জনপল্লী উদ্যোক্তার হাতে তুলে দেওয়া হল ১ কোটি ৪৭ লাখ টাকার ঋণ। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকেএ ঋণ বিতরণ করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘এসেছে পল্লীর শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমইঋণ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরডিবি (বাংলাদেশপল্লীউন্নয়ন বোর্ড) এর উদ্যোগে এ ঋণ বিতরণ করা হয়। এই ঋণ নিয়ে উদ্যোক্তরা মৎস্য চাষ, গাভীপালন, মুদী দোকান, স্টিলের ব্যবসা, ইলেকট্রিক ব্যাবসা, কাপড়ের দোকান, ট্রাকচালনা, ঠিকাদারী, ডেকরেটর ব্যবসা, সেনিটারি ব্যবসাসহ বিভিন্নব্যবসা করে নিজে স্বাবলম্বী হবেন।
উদ্যোক্তাদের ব্যবসায় ধরণ অনুযায়ী দুই থেকে তিন লাখ টাকা করে ঋণ দেওয়া হয়। এই ঋণ ২৪ মাস মেয়াদী এবং সুদের হার চার ভাগ।
গতকাল এ ঋণ বিতরণ অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা তুলে ধওে বক্তব্য দেন ফরিদপুর সদরের ফুশরা এলাকার বাসিন্দা গণি মোল্লা ও তুলাগ্রাম এলাকার সুফিয়া বেগম।ওই অনুষ্ঠানে গনি মোল্লাকে তিনলাখ ও সুফিয়া বেগমকে দুই লাখ টাকা ঋণ দেওয়াহয়।
এ ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআরডিবি ফরিদপুরেরর উপ-পরিচালক দীনেশ চন্দ্র মন্ডল।
প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক অতুল সরকার। জেলা প্রশাসক বলেন, এ ঋণ নিয়ে আপনাদের সামান্ন জীবন-মানের উন্নতি হলেও আপনারা কাজ ছেলে দেবে না। আরও কাজ করে নিজের আরও উন্নতি ঘটাবেন। প্রত্যেকে একজন করে উদ্যোক্তা থেকে শিল্পপতি হয়ে যাতে উঠতে পারেন সে চেষ্টা করবেন।
তিনি বলেন, যে ঋণ দেওয়া হয়েছে তার সর্বোচ্চ ব্যববহার করতে হবে। ঋণের টাকা নয়-ছয় করা যাবে না। তাহলে আগামীতে বিপদের মুখে পড়তে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুর সদও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক এবং সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল আলম।