ফরিদপুরে ৯৯ বোতল ফেনসিডিলসহ এ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ ফরিদপুরের একটি দল। গত রবিবার সকালে জেলা সদরের বদরপুর এলাকার ঢাকা- খুলনা মহাসড়কে দিনাজপুর থেকে বরিশালগামী আকিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তল্লাশি করে ফেনসিডিলসহ ওই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ঔই ব্যাক্তির নাম মো: আজিজুল হক (৩৬)। তিনি দিনাজপুর পৌরসভার নয় সম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আব্দুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিলসহ মো আজিজুলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি সিম কার্ডসহ একিট মুঠোফোন সেট এবঙ নগদ দুই হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়।
ফনিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এম এ জলিল বলেন, এ ব্যাপারে র্যাব বাদী হয়ে আজিজুলকে আসামি করে মাদক দ্রব্য আইনে একটি মামলা করেছে।