ঢাকা ০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক দেশবরেণ্য লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন আর নেই এক নজরে বিশ্ব সংবাদ: ১৩ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ১৪ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১২ দিন ছুটি থাকবে জাকসু নির্বাচন: হল সংসদের ভিপি-জিএস হলেন যারা চূড়ান্ত ফলে ভিপি জিতু, জিএস-এজিএসসহ ১৯ পদে যাদের নাম শোনা যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার

ফরিদপুরের বোয়ালমারীতে নিজ বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে তিন সন্তানের এক জননীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই গৃহবধূর লাশ টয়লেটের ট্যাংকির মধ্যে ফেলে রাখে। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ফায়ার ব্রিগেডের পশ্চিমে আধারকোঠা গ্রামে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত ওই নারীর নাম নিলুফা ইয়াসমিন (৪০)। তিনি বোয়ালমারী পৌরসভার আধারকোঠা মহল্লার

বাসিন্দা আবুল খায়েরের স্ত্রী। আবুল খায়ের সেনা সদস্য ছিলেন, তিনি দেড় বছর আগে মারা যান।

নিলুফা উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ওহাব মোল্লা-জাহেদা বেগম দম্পতির মেয়ে।

এলাকবাবাসীরা জানায়, নিলুফা বেগম এক মেয়ে ও দুই ছেলের মা। তার মেয়ে মেয়ে প্রিয়াঙ্কার (২২) বিয়ে হয়েছে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার ফলিয়ায়। ইমরান (২০) ও অন্তর (১৮) নামে তার দুই ছেলে জাহাজে কাজ করেন। আধারকোঠার ওই বাড়িতে তিনি একাই থাকতেন।

একটি সূত্র জানায় সকালে স্থানীয় একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরে আসেন। দুপুরের পর নিহতের মেয়ে ও মা ফোনে নিলুফাকে না পাওয়ায় নিলুফার মা সন্ধ্যার পর আধারকোঠায় অবস্থিত মেয়ের বাড়িতে যান। অনেক খোঁজাখুঁজির পর নিলুফার গলাকাটা লাশ বাড়ির পেছনের দিকের টয়লেটের ট্যাংকির মধ্যে ডুবে থাকা অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সহকারি পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর জানান, মৃতদেহটি উদ্ধার করে  শুক্রবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত মামলা না হলেও পুলিশ তদন্ত কাজ শুরু করে দিয়েছ্। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুতই এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

Tag :
জনপ্রিয়

ফরিদা পারভীনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

ফরিদপুরের বোয়ালমারীতে নিজ বাড়ির টয়লেটের ট্যাংকি থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

Update Time : ০২:০২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অক্টোবর ২০২১

ফরিদপুরের বোয়ালমারীতে তিন সন্তানের এক জননীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই গৃহবধূর লাশ টয়লেটের ট্যাংকির মধ্যে ফেলে রাখে। ঘটনাটি ঘটেছে বোয়ালমারী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ফায়ার ব্রিগেডের পশ্চিমে আধারকোঠা গ্রামে।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত ওই নারীর নাম নিলুফা ইয়াসমিন (৪০)। তিনি বোয়ালমারী পৌরসভার আধারকোঠা মহল্লার

বাসিন্দা আবুল খায়েরের স্ত্রী। আবুল খায়ের সেনা সদস্য ছিলেন, তিনি দেড় বছর আগে মারা যান।

নিলুফা উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ওহাব মোল্লা-জাহেদা বেগম দম্পতির মেয়ে।

এলাকবাবাসীরা জানায়, নিলুফা বেগম এক মেয়ে ও দুই ছেলের মা। তার মেয়ে মেয়ে প্রিয়াঙ্কার (২২) বিয়ে হয়েছে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার ফলিয়ায়। ইমরান (২০) ও অন্তর (১৮) নামে তার দুই ছেলে জাহাজে কাজ করেন। আধারকোঠার ওই বাড়িতে তিনি একাই থাকতেন।

একটি সূত্র জানায় সকালে স্থানীয় একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফিরে আসেন। দুপুরের পর নিহতের মেয়ে ও মা ফোনে নিলুফাকে না পাওয়ায় নিলুফার মা সন্ধ্যার পর আধারকোঠায় অবস্থিত মেয়ের বাড়িতে যান। অনেক খোঁজাখুঁজির পর নিলুফার গলাকাটা লাশ বাড়ির পেছনের দিকের টয়লেটের ট্যাংকির মধ্যে ডুবে থাকা অবস্থায় দেখতে পান। পরে থানা পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

সহকারি পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর জানান, মৃতদেহটি উদ্ধার করে  শুক্রবার সকালে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ব্যাপারে এখন পর্যন্ত মামলা না হলেও পুলিশ তদন্ত কাজ শুরু করে দিয়েছ্। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুতই এ হত্যাকান্ডের সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তার করা হবে।