বাংলাদেশ নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি (বিএনএফজেডএস) নিউজিল্যান্ডের অকল্যান্ডে পবিত্র রমজানে দোয়া মাহফিল এবং ইফতারের আয়োজন করে। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে নিউজিল্যান্ডে বসবাসকারী বিভিন্ন বয়সের শিশু-কিশোরেরা প্রবিত্র কোরআন তেলোয়াত করে। উক্ত অনুষ্ঠানে ধমীয় মুল্যবোধ ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
ইসলাম ধর্মের মূল শিক্ষা ও তাৎপর্য তুলে ধরা হয়।আলোচনা শেষে সামগ্রিক কল্যানের জন্য এবং বিশেষ করে করোনার এই মহামারী থেকে বাংলাদেশকে রক্ষার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি (বিএনএফজেডএস) এর সাধারন সম্পাদক ড. নাসির উদ্দিন মিয়া এবং অনুষ্টানটির সভাপতিত্ব করেন ড. মোহাম্মদ শাখাওয়াত ইসলাম।
অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকল শিশু-কিশোরদেরকে স্বান্তনা পুরস্কার দেওয়া হয়। বাংলাদেশ নিউজিল্যান্ড ফ্রেন্ডশিপ সোসাইটি (বিএনএফজেডএস) নিউজিল্যান্ডে একটি অন্যতম সংগঠন যেটি এর সদস্য সম্প্রদায়ের উন্নয়নের জন্য ১৯৯১ সাল থেকে কাজ করে যাচ্ছে।