বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী যুবদলের ফরিদপুর বিভাগীয় এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টা হতে বিকেল ৪ পর্যন্ত অনুষ্ঠিত এ সভায় ঢাকা হতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ফরিদপুরসহ রাজবাড়ি, মাদারিপুর, গোপালগঞ্জ ও শরিয়তপুর জেলা ও ফরিদপুর যুবদল,মহানগর যুবদলের নেতৃবৃন্দ পৃথক পৃথক অবস্থান হতে ভার্চুয়ালি অংশ নেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব। সভায় বিশেষ অতিথি হিসেবে যোগ দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, মাহবুবুল হাসান ভুইয়া পিংকু (ফরিদপুর বিভাগ )। সভা সঞ্চালনা করেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
সভায় ফরিদপুর উচ্চ বিদ্যালয় মার্কেট ভবন হতে ফরিদপুর বিভাগীয় কমিটির প্রধান আবু সেলিম চৌধুরীর নেতৃত্বে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি আলী আশরাফ নান্নু, জেলা যুবদলেন সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, শহরের গোয়ালচামট হতে ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, যুগ্ন সম্পাদক খান টিটু, সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদ বক্তব্য দেন। এছাড়া বৃহত্তর ফরিদপুরের যুবদলের শীর্ষ নেতৃবৃন্দ স্ব স্ব জমায়েত হতে বক্তব্য দেন।
এসময় বক্তাগণ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে যেটা পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হচ্ছে। একারণে তারা গণতন্ত্রকে ভুলিন্ঠিত করে আবারো বিনা ভোটে ক্ষমতা পাকাপোক্ত করার চক্রান্ত চালাচ্ছে। বিপ্লব সংগঠিত করতে না পারলে আপোষের রাজনীতি অর্থহীন।তাই যার যার জায়গা থেকে এই ভোটার বিহীন সরকারের বিরুদ্ধে রাজ পথে লরাই সংগ্রামে নামতে হবে।