দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিতে প্যারিসে পৌঁছেছেন লিওনেল মেসি। মঙ্গলবার সন্ধ্যায় ৭টায় প্যারিসে পৌঁছান আর্জেন্টাইন সুপারস্টার। রাতেই পিএসজির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হতে পারে
পিএসজি এখনো কিছু চূড়ান্ত না করলেও তাদের টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে। যা মেসির সঙ্গে চুক্তি সাক্ষরের ঘোষণা আসার ইঙ্গিত দিচ্ছে স্পষ্ট।
মেসি এখন নতুন ঠিকানায়। হ্যাঁ, নাটকীয়ভাবে সেখানে, যেখানে তার বন্ধু নেইমার আছেন। বার্সা অধ্যায় শেষ হওয়ার পর মেসিকে লুফে নিয়েছে পিএসজি। দুই বন্ধুর আবারো একসঙ্গে হওয়া যেন নিয়তিতেই লেখা ছিল।
২০১৩ সালে বার্সায় যাওয়ার পর মেসির সঙ্গেই ছিল তার সবচেয়ে ভালো সম্পর্ক। ২০১৭-তে রেকর্ড পারিশ্রমিকে ন্যু ক্যাম্প ছেড়ে পিএসজিতে চলে আসলেও বন্ধুকে কখনই ভুলেননি নেইমার।
সেই বন্ধু এবার প্যারিসে চলে এসেছেন, নেইমারের চেয়ে খুশি আর কে? নিজের উত্তেজনা গোপন রাখতে পারলেন না ব্রাজিলিয়ান সুপারস্টার।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে দুজনের বার্সা থাকাকালীন আলিঙ্গনের একটি ছবি শেয়ার করে নেইমার লিখেছেন, ‘আবারও একসঙ্গে।’
অবশ্য এরই মধ্যে ফ্রান্সের খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো জানিয়েছেন, বছরে ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় সাড়ে তিন শ কোটি টাকা বেতনে পিএসজিতে যোগ দিচ্ছেন মেসি। দুই বছরের চুক্তিতে পিএসজিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক।
এর আগে ব্রাজিলের স্ট্রাইকার নেইমারকেও বছরে ৩৫ মিলিয়ন পারিশ্রমিক দেয় পিএসজি।