মাদককাণ্ডে গ্রেপ্তার ভারতের তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পাশে দাঁড়িয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। ওই ঘটনায় তদন্তকারী সংস্থা ‘নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো’র (এনসিবি) হাতে আরিয়ানের গ্রেপ্তারের ঘটনায় উচ্ছ্বাস প্রকাশকে ‘ভূতের নৃত্য’ বলে কটাক্ষ করেন থারুর।
সোমবার শশী থারুর টুইটারে লেখেন, ‘আমি মাদক অনুরাগী নই, কখনো তা হওয়ার চেষ্টাও করিনি। কিন্তু শাহরুখের ছেলের গ্রেপ্তারের ঘটনার পরে যারা ডাইনি শিকারে নেমেছেন, ভূতের নৃত্য শুরু করেছেন, তাদের দেখে আহত হয়েছি। কিছুটা সহানুভূতি দেখান। মানুষের আচরণ ভালো নয়। আনন্দের চোটে একটি ২৩ বছরের তরুণের মুখ ঘষে দেওয়ার কোনো প্রয়োজন নেই।’
শনিবার রাতে মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোদতরীতে চলা পার্টি থেকে আরিয়ানকে আটক করে এনসিবি।
তদন্তকারী সংস্থার দাবি, দীর্ঘ জেরার পর মাদক সেবনের কথা স্বীকার করেন আরিয়ান। এরপর গ্রেপ্তার করা হয় তাকে। সোমবার আদালতে তোলা হয়েছিল আরিয়ানকে। কিন্তু তার জামিন মঞ্জুর না হওয়ায় আগামী ৭ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতেই থাকতে হবে শাহরুখ-তনয়কে।
আরিয়ানের সঙ্গেই গ্রেপ্তার করা হয় আরবাজ মার্চেন্ট, মুনমুন ধমেচা, ইশমিত সিংহ, মোহক জয়সওয়াল, বিক্রম ছোকার এবং গোমিত চোপড়াকে।
শনিবার রাতের পার্টিতে ছিলেন এরা প্রত্যেকেই। সোমবার ওই পার্টিতে মাদক জোগানে শ্রেয়স নায়ার নামে এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে ভারতের এনসিবি।