ঢাকা ১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জাকসু নির্বাচন: সন্ধ্যা নয়, ফলাফল হতে পারে রাত ১০টার পর জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু কয়েক সপ্তাহ ধরেই চড়া সবজির বাজার এখনো উত্তাপ ছড়াচ্ছে, বেড়েছে মুরগির দাম কোনো ফিলিস্তিনি রাষ্ট্র হবে না: নেতানিয়াহু ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিকল্প আমাদের হাতে নেই: প্রধান উপদেষ্টা জাকসুর ভোট গণনা শুরু, প্রদর্শিত হচ্ছে এলইডি স্ক্রিনে এক নজরে বিশ্ব সংবাদ: ১১ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

একদিনে আরও ৪ জনের মৃত্যু; থামানো যাচ্ছেনা ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কোনোভাবেই থামানো যাচ্ছেনা ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীর মৃত্যুর মিছিল। প্রতিদিনই মারা যাচ্ছে রোগী, সাথে শত শত মানুষ নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। আবার, ডাক্তারদেরও ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে অবহেলার অভিযোগ রয়েছে বিস্তর।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২শ ৮৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ ২১ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে সাবিহা (১০), ভাঙ্গা উপজেলার পীরেরচর গ্রামের সেকেন মাতুব্বরের ছেলে ওয়াসিম মাতুব্বর (২৩), সালথা উপজেলার জুয়েল শেখের ছেলে কথান শেখ (৩২) ও বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের মোস্তফা শেখের স্ত্রী শিউলি বেগম (৩৫)। দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে ওয়াসিম নামের রোগী হাসপাতালে ভর্তি হন, চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি। গত শনিবার দুপুরে ভর্তি হন কথান শেখ, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার বিকালে ভর্তি হয় শিশু সাবিহা, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন শিউলি বেগম মঙ্গলবার বিকালে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে মারা যান তিনি।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৯৩ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩শ ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২শ ৮৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ ২১ জন।

তিনি আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩শ ৪৫ জন, জেনারেল হাসপাতালে ৮৫ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৯হাজার ২শ ৭৩ জন। এর মধ্যে ৮হাজার ৪শ ১৪ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।

এদিকে ডেঙ্গুর ভয়াবহতার খোঁজ খবর নিতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার ও  পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।

Tag :
জনপ্রিয়

নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব

একদিনে আরও ৪ জনের মৃত্যু; থামানো যাচ্ছেনা ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর মিছিল

Update Time : ০৪:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রতিদিনই ডেঙ্গুতে আক্রান্ত মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। কোনোভাবেই থামানো যাচ্ছেনা ডেঙ্গুতে আক্রান্ত হওয়া রোগীর মৃত্যুর মিছিল। প্রতিদিনই মারা যাচ্ছে রোগী, সাথে শত শত মানুষ নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। হাসপাতালগুলো চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসকরা। আবার, ডাক্তারদেরও ডেঙ্গু রোগীদের চিকিৎসা দিতে অবহেলার অভিযোগ রয়েছে বিস্তর।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২শ ৮৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ ২১ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার মোহাম্মদ আলীর মেয়ে সাবিহা (১০), ভাঙ্গা উপজেলার পীরেরচর গ্রামের সেকেন মাতুব্বরের ছেলে ওয়াসিম মাতুব্বর (২৩), সালথা উপজেলার জুয়েল শেখের ছেলে কথান শেখ (৩২) ও বোয়ালমারী উপজেলার চতুল গ্রামের মোস্তফা শেখের স্ত্রী শিউলি বেগম (৩৫)। দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার দুপুরে ওয়াসিম নামের রোগী হাসপাতালে ভর্তি হন, চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যান তিনি। গত শনিবার দুপুরে ভর্তি হন কথান শেখ, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোববার বিকালে ভর্তি হয় শিশু সাবিহা, মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অপরজন শিউলি বেগম মঙ্গলবার বিকালে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাতে মারা যান তিনি।

তিনি আরো জানান, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৯৩ জন রোগী। বর্তমানে হাসপাতালটিতে ৩শ ৪৫ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ফরিদপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২শ ৮৪ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮শ ২১ জন।

তিনি আরো জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৩শ ৪৫ জন, জেনারেল হাসপাতালে ৮৫ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৫ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩২ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭৩ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন এবং ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালে ৬৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ৩৮ জন। মারা যাওয়া ব্যক্তিরা রাজবাড়ী, ফরিদপুর, মাগুরা, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ৯হাজার ২শ ৭৩ জন। এর মধ্যে ৮হাজার ৪শ ১৪ জন রোগী সুস্থ্য হয়ে বাড়ী ফিরে গেছেন।

এদিকে ডেঙ্গুর ভয়াবহতার খোঁজ খবর নিতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের খোঁজখবর নিয়েছেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার ও  পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।