ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

করোনার সংক্রমণে ঊর্ধ্বগতি ঠেকাতে ২১ মার্চ থেকে মাঠে নামছে পুলিশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
  • ৪২৬ Time View

বিশ্বব্যাপী বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে গত কিছুদিন এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের হার কমলেও হঠাৎ করে তা আবারও বাড়তে শুরু করেছে। এমন প্রেক্ষাপটে সংক্রমণের ঊর্ধ্বগতি কমানোর লক্ষ্যে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার জন্য আগামী ২১ মার্চ থেকে মাঠে নামবে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) পুলিশ অডিটরিয়ামে করোনা সচেতনতা নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ২১ মার্চ থেকে বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক পরা উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পুলিশের এই কার্যক্রমের স্লোগান- ‘মাস্ক পরা অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ।’

ড. বেনজীর আহমেদ বলেন, করোনাভাইরাসের প্রকোপ গত মাস পর্যন্ত কম থাকলেও মার্চ থেকে এটি বৃদ্ধি পেয়েছে। করোনা রোধে মাস্কের কোনো বিকল্প নেই। আমাদের সবার উচিত কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা। যাতে আমরা ও আমাদের পরিবার করোনা থেকে মুক্ত থাকতে পারে।’

বর্তমান প্রেক্ষাপটে জনগণকে মাস্ক পরতে বাধ্য করা হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমরা ঠিক ‘বাধ্য’ কথাটা বলছি না। আমরা তাদের প্রেষণা ও প্রেরণা দিয়ে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে চাই। তাছাড়া মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে হবে কেন? মানুষ নিজের দায়িত্ববোধ থেকে নিজের ও নিজের পরিবারের জন্য মাস্ক পরবে বলে আশা করছি।’

পুলিশ ঝুঁকি নিয়ে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে জানিয়ে আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যরা মরদেহ সৎকার করেছে। খাবার বিতরণ করেছে। এ পর্যন্ত পুলিশের ৮৭ জন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছে ২০ হাজারের অধিক সদস্য।

Tag :
জনপ্রিয়

বাংলাদেশ ক্রিকেটে এক গৌরবময় অধ্যায়ের শেষ হয়তো ঘনিয়ে এসেছে

করোনার সংক্রমণে ঊর্ধ্বগতি ঠেকাতে ২১ মার্চ থেকে মাঠে নামছে পুলিশ

Update Time : ০৮:২৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১

বিশ্বব্যাপী বেড়েই চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে গত কিছুদিন এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের হার কমলেও হঠাৎ করে তা আবারও বাড়তে শুরু করেছে। এমন প্রেক্ষাপটে সংক্রমণের ঊর্ধ্বগতি কমানোর লক্ষ্যে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করার জন্য আগামী ২১ মার্চ থেকে মাঠে নামবে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) পুলিশ অডিটরিয়ামে করোনা সচেতনতা নিয়ে ডাকা এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ২১ মার্চ থেকে বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক পরা উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পুলিশের এই কার্যক্রমের স্লোগান- ‘মাস্ক পরা অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ।’

ড. বেনজীর আহমেদ বলেন, করোনাভাইরাসের প্রকোপ গত মাস পর্যন্ত কম থাকলেও মার্চ থেকে এটি বৃদ্ধি পেয়েছে। করোনা রোধে মাস্কের কোনো বিকল্প নেই। আমাদের সবার উচিত কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা। যাতে আমরা ও আমাদের পরিবার করোনা থেকে মুক্ত থাকতে পারে।’

বর্তমান প্রেক্ষাপটে জনগণকে মাস্ক পরতে বাধ্য করা হবে কি না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘আমরা ঠিক ‘বাধ্য’ কথাটা বলছি না। আমরা তাদের প্রেষণা ও প্রেরণা দিয়ে মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে চাই। তাছাড়া মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে হবে কেন? মানুষ নিজের দায়িত্ববোধ থেকে নিজের ও নিজের পরিবারের জন্য মাস্ক পরবে বলে আশা করছি।’

পুলিশ ঝুঁকি নিয়ে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে জানিয়ে আইজিপি বলেন, ‘পুলিশ সদস্যরা মরদেহ সৎকার করেছে। খাবার বিতরণ করেছে। এ পর্যন্ত পুলিশের ৮৭ জন সদস্য করোনায় মৃত্যুবরণ করেছে। আক্রান্ত হয়েছে ২০ হাজারের অধিক সদস্য।