দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২৬ জন পুরুষ এবং নারী ১০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ২৮৪ জন। এছাড়া নতুন করে রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৪৫৭ জন। ফলে মোট শনাক্ত সাত লাখ ৮৫ হাজার ১৯৪ জন।
বৃহস্পতিবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন করে ১ হাজার ৩৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। ফলে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৯ হাজার ৪৩৭টি। দেশে সরকারি হিসাব অনুযায়ী এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৫৭ লাখ ৭৪ হাজার ৮৮৩টি ।
নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫০ শতাংশ এবং এখন পর্যন্ত মোট ১৩ দশমিক ৬০ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৬৫ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৫৬ শতাংশ।