করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১০১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯২২ জন। আজ রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেই গত ১৫ এপ্রিল দেশে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা ১০ হাজারের বিষাদময় মাইলফলক পেরিয়েছিল। তার সঙ্গে আরও এক হাজার নাম যুক্ত হতে লাগল মাত্র দশ দিন।
গত এক দিনে আরও ২ হাজার ৯২২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৪৫ হাজার ৩২২ জন হল।
সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে আরও ৪ হাজার ৩০১ জন গত এক দিনে সেরে উঠেছেন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৪৫২ জন।