রবিবার রাতের বৃষ্টিতে কমে এসেছে রাজধানীর তাপপ্রবাহ। আজ সোমবার (৩ মে) বিকালের পর হতে যেকোনও সময় হতে পারে ঝড়-বৃষ্টি। ঢাকাসহ আশেপাশের এলাকা এবং রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত দুইদিন ঢাকাসহ আশেপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হয়েছে । আজকেও সন্ধ্যার পরও যেকোনও সময় কালবৈশাখী হানা দিতে পারে ঢাকাসহ বিভিন্ন এলাকায়। চলতি সপ্তাহ জুড়েই অনেক এলাকায় থেমে থেমে ঝড় বৃষ্টি হবে।