ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফরিদপুর: ডিসি’র স্বাক্ষর জাল! বিপাকে প্রধান শিক্ষক টানা ১২ দিনের ছুটি শেষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলেছে চলমান শান্তি আলোচনার মধ্যেও ইসরাইল তাদের আক্রমণ অব্যাহত রেখেছে, নিহত ১০ ফিলিস্তিনি গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহার চায় হামাস ইতিহাসে প্রথমবার বিশ্ববাজারে সোনার দাম প্রতি আউন্সে ৪ হাজার ডলার অতিক্রম করেছে বাংলাদেশের ফটোগ্রাফার ও লেখক শহিদুল আলমকে আটক করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলকে এখনো অর্থায়ন ও অস্ত্র সরবরাহ করে চলেছে একাধিক দেশ ও প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এক নজরে বিশ্ব সংবাদ: ৭ অক্টোবর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট, বহু প্রতিনিধির কক্ষ ত্যাগ

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা দিচ্ছিলেন, তখন বহু দেশের প্রতিনিধি তার প্রতিবাদস্বরূপ অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

অন্যদিকে, কিছু প্রতিনিধি করতালি দিয়ে তাকে স্বাগত জানান। সভাপতি একাধিকবার বলেন, ‘দয়া করে, হলে শৃঙ্খলা বজায় রাখুন’। তবে, এসব কথা উপেক্ষা করে হল ত্যাগ করেন অনেকেই।

বক্তব্যের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত বছর যেই মানচিত্রটি তিনি জাতিসংঘের মঞ্চে দেখিয়েছিলেন, সেটিই তিনি আবার এনেছেন—যার শিরোনাম ছিল ‘The Curse’ বা ‘অভিশাপ’।

তিনি আরও বলেন: ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ইরানের পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করেছি।’

নেতানিয়াহু মানচিত্রে বিভিন্ন দেশের অংশ দেখিয়ে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, এবং ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের কথা উল্লেখ করেন এবং বলেন, ‘সবাই চলে গেছে।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে।

সূত্র: বিবিসি নিউজ, টাইমস অব ইসরায়েল

Tag :
জনপ্রিয়

আগামী ১২ অক্টোবর ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বয়কট, বহু প্রতিনিধির কক্ষ ত্যাগ

Update Time : ০২:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বক্তৃতা দিচ্ছিলেন, তখন বহু দেশের প্রতিনিধি তার প্রতিবাদস্বরূপ অধিবেশন কক্ষ ত্যাগ করেন।

অন্যদিকে, কিছু প্রতিনিধি করতালি দিয়ে তাকে স্বাগত জানান। সভাপতি একাধিকবার বলেন, ‘দয়া করে, হলে শৃঙ্খলা বজায় রাখুন’। তবে, এসব কথা উপেক্ষা করে হল ত্যাগ করেন অনেকেই।

বক্তব্যের শুরুতেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, গত বছর যেই মানচিত্রটি তিনি জাতিসংঘের মঞ্চে দেখিয়েছিলেন, সেটিই তিনি আবার এনেছেন—যার শিরোনাম ছিল ‘The Curse’ বা ‘অভিশাপ’।

তিনি আরও বলেন: ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমরা ইরানের পারমাণবিক অস্ত্র এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে ধ্বংস করেছি।’

নেতানিয়াহু মানচিত্রে বিভিন্ন দেশের অংশ দেখিয়ে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ, এবং ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের কথা উল্লেখ করেন এবং বলেন, ‘সবাই চলে গেছে।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুসারে, অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা প্রায় ৬৫ হাজার ছাড়িয়ে গেছে। একই সময়ে ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন।

ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে।

সূত্র: বিবিসি নিউজ, টাইমস অব ইসরায়েল