সিরিজের প্রথম ম্যাচে টসে জিতেছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
বুধবার বিকেল ৪টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ স্কোয়াডে ফিরেছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহীম। নেই তামিম। একাদশে জায়গা হয়নি সৌম্য সরকারের।
নিউজিল্যান্ড দলে অভিষেক হচ্ছে দুজনের। তারা হলেন রাচিন রাবিন্দ্র ও কোল
বাংলাদেশ একাদশ
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড একাদশ
কিউইদের হয়ে অভিষেক হচ্ছে দুজনের- কোল ম্যাককনকি ও রচিন রবীন্দ্রর।
টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, হেনরি নিকলস, কলিন ডি গ্র্যান্ডহোম, ডগ ব্রেসওয়েল, জ্যাকব ডাফি, কোল ম্যাককনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার।