ভাঙছে তথাগত মুখোপাধ্যায়-দেবলীনা দত্ত মুখোপাধ্যায়ের সম্পর্ক। তাদের আট বছরের দাম্পত্য জীবন এখন আর একছাদের নীচে নেই বলেই খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। বিচ্ছেদের গুঞ্জনের বিপরীতে আনন্দবাজারকে তথাগত বলেন, আমি আমার মতো করে জীবন কাটাচ্ছি। এই মুহূর্তে আমি মা-বাবাকে নিয়ে ব্যস্ত। তাদের গায়ে যাতে কোনও আঁচ না লাগে সে দিকটা সবার আগে দেখছি।
তাদের বিচ্ছেদের কারণ নাকি বিবৃতি চট্টোপাধ্যায়। তথাগতর নতুন ছবি ‘ইউনিকর্ন’এ নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। কাজ করতে গিয়েই নাকি ঘনিষ্ঠ হয়ে পড়েন তারা। তবে বিবৃতির সঙ্গে সম্পর্কে জড়ালে সবার আগে জানবে দেবলীনা। তবে অভিনেতা কিছু স্বীকার না করলেও গুঞ্জন বলছে, গত এক মাস ধরে লিভ ইন করছেন তথাগত-বিবৃতি। টলিপাড়ার অনেকেই তথাগতর বাড়ি গিয়ে নাকি দেখে এসেছেন তাদের সাজানো সংসার!
তবে দেবলীনা দত্তও বিচ্ছেদ নিয়ে মুখ খোলেননি। অভিনেত্রীর কথায়, ‘আমার মা হৃদ্রোগী। কাজের বাইরে তার দেখভালে ব্যস্ত আমি। আমার দায়িত্বে আমার তিনটি সারমেয়ও রয়েছে। এ সবের বাইরে আমার কোনও দিকে নজর নেই।’