নারায়ণগঞ্জের মদনপুরে আরও একটি জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে সিটিটিসি। আড়াইহাজারে জঙ্গি আস্তানায় ৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে আরও একটি জঙ্গি আস্তানার কথা জানিয়েছেন সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ টিমের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ সুমন। এর আগে ৪ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযানে আড়াইহাজারের নোয়াগাঁও মিয়াবাড়ী এলাকা থেকে ৩টি তাজা বোমা ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)’র বোমা ডিসপোজাল টিম। রাত পৌনে ১১ টা থেকে পরপর ৩টি বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে। এ সময় ডেটোনেটরসহ শক্তিশালী বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। রোববার রাত সাড়ে ৮টায় আড়াইহাজার থানার নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় জঙ্গিদের আস্তানা সন্দেহে বাড়িটি ঘেরাও করে আইন-শৃঙ্খলা বাহিনী। বিকেলে স্থানীয় মসজিদের মোয়াজ্জিন আবদুল্লাহ আল মামুনকে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তারের পর তার দেয়া স্বীকারোক্তি মতে ওই বাড়িতে অভিযান চালায় বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনি।
আড়াইহাজারের ওই বাড়ি থেকে ৩টি বোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় এবং বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় রাত ১২টায় ঘটনাস্থলেই সাংবাদিকদের ব্রিফিং করেন সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ টিমের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ সুমন। তিনি বলেন, রোববার বিকেলে ঢাকা থেকে গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য। গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। ওই ঘটনা তদন্তে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই বোমা আড়াইহাজারে এই আস্তানায় তৈরি করা হয়। নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় একটি মাদ্রাসার পাশে ওই বাড়িতে অভিযান শুরু করি।
ইতিমধ্যে আপনারা দেখেছেন দুটি শক্তিশালী বোমাসহ ৩টি বোমা বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। এ সময় পুরো এলাকা কেঁপে ওঠে। আমরা সেই বাসা তল্লাশি করে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি।
তিনি আরও বলেন, আমরা খবর পেয়েছি, নারায়ণগঞ্জের বন্দর থানার মদনপুর এলাকায় আরও একটি জঙ্গি আস্তানা রয়েছে। এই অভিযান শেষ করে আমরা সেখানে অভিযানের জন্য রওয়ানা করছি। সতর্কতার জন্য বলছি, অভিযান পরিচালনাকালে আমরা জঙ্গিদের পক্ষ থেকে সেকেন্ড ফেস হামলার হুমকি পেয়েছি। তাই আপনারা সবাই সতর্ক থাকবেন।
ব্রিফিংকালে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. জায়েদুল আলমসহ কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আড়াইহাজার থানার ওসি আনিছুর রহমান জানান, রবিবার বিকেলে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করে সিটিটিসি। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)’র বোমা ডিসপোজাল টিম প্রথমে রাত ১০টা ৪৫ মিনিটে, পরে ১০টা ৫৪ মিনিটে ও শেষে ১১টা ০৮ মিনিটে তিন নম্বর বিস্ফোরণের মধ্যদিয়ে ৩টি বোমা নিস্ক্রিয় করেন। এ সময় বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। আইন-শৃঙ্খলা বাহিনী আগে থেকেই পুরো এলাকা ঘেরার করে আশপাশ থেকে মানুষজনকে সরিয়ে দেয়।