ভারতের আলোচিত অভিনেত্রী নুসরাত ও ব্যবসায়ী নিখিল সংসার করেছিলেন এক বছর। ২০১৯ সালে জাঁকজমকভাবে তুরস্কের প্রচলিত আইনে বিয়ে করেন তিনি। কিন্তু আকস্মিকভাবে গত বছরেই নুসরাত সংসার ছেড়ে ভারতে চলে আসেন। এরপর থেকে এ অভিনেত্রী ও সাংসদ দাবি করেন, তাদের বিয়ে না কি আইন মোতাবেক ছিল না।
শুরু হয় আলোচনা, পক্ষে-বিপক্ষে সমালোচনা। সংসারের প্রতি নুসরাতের অনীহার প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হন নিখিল। বিয়ে ভাঙার জন্য মামলা করতে থাকেন তিনি। যেহেতু নিবন্ধনের মাধ্যমে বিচ্ছেদ হয়নি, তাই অ্যানালমেন্ট জরুরি। অবশেষে ওই মামলার রায় দিয়েছেন আলিপুর সিভিল কোর্ট। বুধবার (১৭ নভেম্বর) নিখিল জৈনের পক্ষে রায় দিয়েছেন এ আদালত। এর মাধ্যমে নুসরাত ও নিখিলের মধ্যে দাম্পত্য সম্পর্কের চূড়ান্ত অবসান হলো।