সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। এরই মধ্যে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের খবর পাওয়া গেছে।
অন্যান্য অভিযোগের সঙ্গে গুরুতর দুই অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে। বিশেষ সূত্রের বরাত দিয়ে দৈনিক যুগান্তর অনলাইন জানিয়েছে, নায়িকা পরীমণি ও তার পরিচিত কয়েক জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান। তবে পরীমণির বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি র্যাব।
আলোচিত-সমালোচিত নায়িকা পরীমণির বনানীর বাসা থেকে বিপুল পরিমাণে মাদক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়নের (র্যাবের) সদস্যরা।
একই সঙ্গে আজ বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় তাকে আটক করে র্যাব।
কদিন আগে মডেল পিয়াসা-মৌ নামে দুই মডেলের বাসায় পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে মদ, ইয়াবা ও সিসা উদ্ধার করে। তাদের গ্রেপ্তারের পর সোশ্যাল মিডিয়ায় পরীর বাসায় কবে অভিযান করা হবে এমন স্ট্যাটাস দেন শোবিজ সংশ্লিষ্ট অনেকেই।
কারণ ধর্ষণের অভিযোগে পরী যেদিন গণমাধ্যমকর্মীদের ডেকে বাসায় সংবাদ সম্মেলন করেছিলেন। তখন সাংবাদিকদের সামনে পরীর বাড়িতে বিপুল মদের সংগ্রহ চোখে পড়ে।
এবার পরীকে আটকের পর বিপুল মাদক জব্দ করেছে র্যাব। এতো মাদক দিয়ে নায়িকা কী করতেন সেই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। তার বাসাতেও রাতভর মাদক সেবন চলত কিনা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন বলে মত দিয়েছে মিডিয়া সংশ্লিষ্টরা। এতো মদ রাখার অনুমোদন তার আছে কিনা সে প্রশ্নও উঠে এসেছে।