ফরিদপুরের চরভদ্রাসন থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মোঃ জিয়ারুল ইসলাম এর সাথে সাংবাদিকদের এক মত বিনিময় সভা মঙ্গলবার রাতে চরভদ্রাসন প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
চরভদ্রাসন প্রেস ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোতালেব হোসেন, থানার সেকেন্ড অফিসার এস,আই আওলাদ হোসেন, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ খান, এসময় সাংবাদিক লিয়াকত আলী লাভলু, এম,এম, সাইফুর রহমান , আঃ ওয়াহাব মোল্যা, আসলাম বেপারী, রতন টিকাদার, আবুল মোল্যাসহ কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ওসি মোঃ জিয়ারুল ইসলাম উপজেলার আইন শৃংখলা রক্ষা, মাদক, সন্ত্রাস দমন ও নাগরিক সেবা নিশ্চিত করণে সকলের সহযোগিতা কামনা করেন।