ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। রবিবার সকাল সাড়ে ৯ টার এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯ টার ফরিদপুরের নগরকান্দা উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের জয়বাংলা নামক স্থানে খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস (১৪-৯৫৩৩) এর একটি বাসের সাথে ঢাকাগামী একটি মোটরসাইকেলের (ঢাকা মেট্রো ল ৪৭৬১৮১) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয় ও সাথে থাকা ১ জন আহত হন। নিহত ব্যক্তি বাগেরহাট জেলা সদরের সাহেবাহার গ্রামের একরাম আলীর ছেলে কবিরুল ইসলাম (৩২)। ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায়।