জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আব্দুর রহমান এর সৌজন্যে ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে আলোচনা সভা, মাস্ক বিতরন ও গণভোজের আয়োজন করা হয়।
ডুমাইন ইউনিয়ন যুবলীগের উদ্যোগে ১৫ আগষ্ট সন্ধ্যায় শ্রী রাধা মাধব মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ সুশান্ত কুমার বিশ্বাস।যুবলীগ নেতা সুবাস চন্দ্র বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ শাহিদুল ইসলাম জাহিদ।ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মতিয়ার রহমান মোল্লা, সাধারণ সম্পাদক শাকির আহমেদ টোকন।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হেলাল উদ্দিন,স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ সজীব মোল্লা। বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাড়াও আড়পাড়া,কামারখালী ইউনিয়নের যুবলীগ নেতৃবৃন্দ ।পরে অনুষ্ঠিত গণভোজে এলাকার সর্বস্তরের মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।