ফরিদপুরে উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধ সম্পূর্ন (বারী ছোলা-১০) চাষে জনপ্রিয়করন শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
১১ই মার্চ বৃহস্পতিবার সকালে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্র মাদারীপুরের আয়োজনে এবং সরেজমিন গবেষনা বিভাগ ফরিদপুরের সহযোগিতায় এ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কৃষক মাঠ দিবস অনুষ।টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরর্দী, পাবনা ডাল গবেষনা কেন্দ্রের পরিচালক ড. দেবাশিষ সরকার।
আঞ্চলিক ডাল গবেষনা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: ছালেহ উদ্দিনের সভাপতিত্বে ও নন্দ কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্পসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মনোজিত কুমার মল্লিক, সরজমিন বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ, ড, আলতাব হোসেন, বিএডিসির যুগ্ন পরিচালক মো: কামাল উদ্দিনসহ স্থানীয় কৃষক ও কৃষাণীরা।