করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দুরত্ব মেনে ভিন্নধর্মী আয়োজনে ফরিদপুরে পালন করা হয়েছে বেসরকারী টেলিভিশন চ্যানেল এনটিভির ১৯তম জন্ম দিন।
এ উপলক্ষে শনিবার সকাল ১১টায় শহরের বিভিন্ন সরকারী অফিসের সামনে বনজ, ঔষধী ও ফলজ গাছের চারা রোপন করা হয়। বৃক্ষরোপনের উদ্বোধন করেন ফরিদপুরের বৃক্ষপ্রেমিকখ্যাত স্কুল শিক্ষক মোঃ নুরুল ইসলাম।
পরে শহরের প্রেসক্লাবের সামনে, জনতা ব্যাংকের মোড়, সিভিল সার্জন অফিসের সামনে নানা শ্রেনি পেশার মানুষের মাঝে মাস্ক ও সাবান বিরতণ করা হয়।
এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস এর আয়োজনে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকি, সাধারন সম্পাদক মশিউর রহমান খোকন, মানবতার ফেরিওয়ালা কবি আলীম আল রাজী আজাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোঃ নাদিম, ৭১ টিভির ফরিদপুর প্রতিনিধি মনিরুল ইসলাম টিটু, আরটিভি ষ্টাফ রির্পোটার মোঃ জাকির হোসেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আব্দুল আজিজ, রুবেল ইসলাম প্রমূখ।
এসময় অতিথিরা এনটিভির উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং আগামীতে দেশের সবচাইতে বড় টিভি চ্যানেল হিসেবে এনটিভি দেশ ও জাতির কল্যানে বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।