ফরিদপুরে আমন ধানের জমিতে সাথি ফসল হিসেবে বিনা চাষে রোগ প্রতিরোধ সম্পূর্ণ উচ্চ ফলনশীল গম উৎপাদনের জন্য কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে সদর উপজেলার মুন্সিবাজারের কাফুরা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সিমিট বাংলাদেশ উদ্যোগে ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো: হযরত আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা মো: হাসিবুল হাসান, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহমেদ, সামিট বাংলাদেশ ফরিদপুরের হাবের কো অর্ডিনেটর কৃষিবিদ হিরা লাল নাথ। এসময় কৃষি কর্মকর্তারা স্থানীয় কৃষক-কৃষানীদের উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধ সম্পূর্ন বারী গম-৩৩ জাতের উপর বিভিন্ন উপকারীতা তুলে ধরেন। পরে কৃষি কর্মকর্তারা বীনা চাষে গমের ক্ষেত পরিদর্শন করেন।