ফরিদপুরে জাতীয় শোক দিবসকে স্মরণ করে বন্যা কবলিত চরাঞ্চলের অসহায় দরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বেসরকারী উন্নয়ন সহযোগী সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী – এফডিএ । শনিবার সকালে এফডিএ’র টেপুরাকান্দি নিজ কার্যালয়ে
এই খাদ্য সহায়তা বিতরন করা হয়, এ সময় প্রত্যেকের মাঝে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অসহায়,দরিদ্র পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা। এ সময় এফডিএ’র নিবার্হী পরিচালক মোঃ আজহারুল ইসলাম, সাংবাদিক কামরুজ্জামান সোহেল, এফডিএ’র সমন্বয়কারী আবু ছাহের আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।
দুই শতাধিক পরিবারের প্রত্যেককে ১০ কেজি চাল, ১কেজি মুশুরের ডাল, ১কেজি সয়াবিন তেল, ১কেজি লবনস ও ৩টি ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা বিতরন করা হয়।