ফরিদপুরের একটি রেস্টুরেন্টে উজ্জলা’র সার্বিক সহযোগিতায় নিরা ডিজিটাল বিউটি পার্লারের আয়োজনে স্পেশালাইজড কোর্সের দুই দিন ব্যাপি “ব্রাইডাল মেকআপ ক্লাস” বুধবার শেষ হয়েছে।
বৃহত্তর ফরিদপুরের মাদারীপুর, গোপালগঞ্জ,শরিয়তপুর, রাজবাড়ী ও ফরিদপুরের অর্ধশত বিউটিশিয়ান “ব্রাইডাল মেকআপ ক্লাস” এ অংশ গ্রহন করেন। দুইদিনব্যাপি অনুষ্ঠিত ক্লাস পরিচালনা করেন উজ্জ্বলা’র মেকআপ আর্টিস্ট ফ্যাকাল্টি আফরোজা পারভীন, তাকে সার্বিক সহযোগিতা করেন নিরা ডিজিটাল বিউটি পার্লারের স্বতাধীকারী রোকসানা পারভীন নিরা। বুধবার বিকেলে সমাপনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার । এসময় তিনি “ব্রাইডাল মেকআপ ক্লাস” এ অংশ নেয়া গ্রæমিং শিল্পের নারী উদ্যোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানিয়া আক্তার উপস্থিত নারী উদ্যোক্তাদের দুইদিনের ব্রাইডাল মেক ওভারের উপর দক্ষতা মুলক প্রশিক্ষণ গ্রহণ এবং এ সংগ্রামী স্বপ্নদর্শী নারীদের পাশে উজ্জ্বলার এগিয়ে আসাকে সাধুবাদ জানায়।