নিজের জন্মদিনে জাঁকজমক করে কেক কেটে আনন্দ ফুর্তি না করে সেই টাকা দিয়ে অসহায় মানুষের মুখে খাবার তুলে দিলেন ফরিদপুর শহরের কমলাপুর এলাকার স্কুল ছাত্রী শর্মি ।
ফরিদপুর পুলিশ লাইনস্ হাই স্কুলের এবারের এসএসসি পরিক্ষার্থী শর্মির ১৬তমজন্ম দিন আজ ১৮ আগষ্ট বুধবার। গতবছরের জন্মদিন থেকে সে এই খাদ্য বিতরন শুরু করে। আজ বুধবার তার জন্মদিনে দুপুরে ফরিদপুর শহরের ষ্টেশন রোড , চৌরঙ্গী মোড় , চকবাজার ও আলীপুর এলাকায় পথ শিশু,দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরন করেছে শর্মি নিজ হাতেই। এ ব্যাপারে স্কুল ছাত্রী শর্মি জানান, দরিদ্র ও অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়ে তাদের মুখে হাসি দেখে আমি যতটা আনন্দ পাই, কেকে কেট বন্ধু বান্ধবীদের নিয়ে হৈ চৈ করে সেই আনন্দ পাই না । তাই সিদ্ধান্ত নিয়েছি যতদিন বেঁচে থাকবো জন্মদিনে দরিদ্র মানুষদের সাথেই কাটাবো।
তার মা রিবা আক্তার ও বাবা সাগর জানান, আমাদের একমাত্র সন্তান শর্মি’র জন্মদিন বরাবরই কেক কেটে আনন্দ উল্লাসের মধ্যে দিয়ে পালন করে থাকি,এটা তার পছন্দ নয়। সে গত দুই বছর আগে সাফ জানিয়ে দিয়েছে জীবনে যতদিন বেঁচে থাকবো জন্মদিনে আর কেক কাটা নয়, দরিদ্র,অসহায় ও পথশিশুদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে চাই তাদের মুখে খাবার তুলে দিতে চাই।