ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১২ দিন ছুটি থাকবে জাকসু নির্বাচন: হল সংসদের ভিপি-জিএস হলেন যারা চূড়ান্ত ফলে ভিপি জিতু, জিএস-এজিএসসহ ১৯ পদে যাদের নাম শোনা যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার ৩৮ ঘণ্টার পরও শেষ হয়নি ভোট গণনা, জাকসুর ফল প্রকাশে অনিশ্চয়তা লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা এক নজরে বিশ্ব সংবাদ: ১২ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ১৩ সেপ্টেম্বর

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবি নিখোঁজের সাতদিন পর পদ্মা সেতুর নিকট মিলল এক শিক্ষকের মৃতদেহ

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০১:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
  • ২৯৩ Time View

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিক্ষকের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা সেতুর নিকট এক শিক্ষকের মৃতদেহ পাওয়া গেছে।

তবে নিখোঁজ অপর শিক্ষকের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বুধবার দুপুর আড়াইটার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর ৩৩ নম্বর পিলারের কাছে নাওডুবি গ্রামে পদ্মা নদীর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

যে শিক্ষকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে তাঁর নাম আজমল হোসেন শেখ (৪২)। তিনি ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক ছিলেন। আজমল শহরের গোয়ালচামট মহল্লার এক নম্বর সড়কে বসবাস করেন। তার বাবার নাম মৃত সেকেন শেখ।
আজমল বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। তার স্ত্রীর নাম আফরোজা বেগম। মেয়ে আফ্রিন (১৭) উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। ছেলে আরাফ হোসেন (৮)।পি টি আই সংলংগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, মৃতের প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করা হয়েছে।

ওসি আরও বলেন, মৃতদেহটি ময়না তদন্ত ছাড়াই মৃতের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল তাকে নিশ্চিত করেছেন আজমল নৌকা ডুবির শিক্ষার হয়েছিলেন।

প্রসঙ্গতগত ২৫ আগস্ট (বুধবার) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার শিকার হয়ে ট্রলারটি ডুবে যায়।ওই ট্রলারে ১৫ জন শিক্ষক ও ট্রলারে মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩জন শিক্ষক ও মাঝিসহ ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ওই দুই শিক্ষক পানির স্রোতে ভেসে যায়। ট্রলার ডুবির ঘটনার সাতদিন পর নিখোঁজ শিক্ষক আজমলের মৃতদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন শিক্ষক আলমগীর হোসেন (৪০)। তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক।

ফরিদপুরের পুলিশসুপার মো. আলিমুজ্জামান শিক্ষক আজমলের মৃতদেহ পাওয়ার বিষযটি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্তনিখোঁজ আরেক শিক্ষকের কোন সন্ধান পাওয়া যায়নি।

Tag :
জনপ্রিয়

অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছা ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে: নাহিদ ইসলাম

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবি নিখোঁজের সাতদিন পর পদ্মা সেতুর নিকট মিলল এক শিক্ষকের মৃতদেহ

Update Time : ০১:২৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১

ফরিদপুরে পদ্মা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ হওয়া দুই শিক্ষকের মধ্যে শরীয়তপুরের জাজিরা এলাকায় পদ্মা সেতুর নিকট এক শিক্ষকের মৃতদেহ পাওয়া গেছে।

তবে নিখোঁজ অপর শিক্ষকের সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি।

বুধবার দুপুর আড়াইটার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা সেতুর ৩৩ নম্বর পিলারের কাছে নাওডুবি গ্রামে পদ্মা নদীর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

যে শিক্ষকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে তাঁর নাম আজমল হোসেন শেখ (৪২)। তিনি ফরিদপুর শহরের সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত বিভাগের সহকারি শিক্ষক ছিলেন। আজমল শহরের গোয়ালচামট মহল্লার এক নম্বর সড়কে বসবাস করেন। তার বাবার নাম মৃত সেকেন শেখ।
আজমল বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। তার স্ত্রীর নাম আফরোজা বেগম। মেয়ে আফ্রিন (১৭) উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী। ছেলে আরাফ হোসেন (৮)।পি টি আই সংলংগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বলেন, মৃতের প্যান্টের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করা হয়েছে।

ওসি আরও বলেন, মৃতদেহটি ময়না তদন্ত ছাড়াই মৃতের পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল তাকে নিশ্চিত করেছেন আজমল নৌকা ডুবির শিক্ষার হয়েছিলেন।

প্রসঙ্গতগত ২৫ আগস্ট (বুধবার) বিকেল সাড়ে ৫টার দিকে দুর্ঘটনার শিকার হয়ে ট্রলারটি ডুবে যায়।ওই ট্রলারে ১৫ জন শিক্ষক ও ট্রলারে মাঝিসহ মোট ১৬ জন ছিলেন। এর মধ্যে ১৩জন শিক্ষক ও মাঝিসহ ১৪ জনকে উদ্ধার করা সম্ভব হলেও ওই দুই শিক্ষক পানির স্রোতে ভেসে যায়। ট্রলার ডুবির ঘটনার সাতদিন পর নিখোঁজ শিক্ষক আজমলের মৃতদেহ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন শিক্ষক আলমগীর হোসেন (৪০)। তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক।

ফরিদপুরের পুলিশসুপার মো. আলিমুজ্জামান শিক্ষক আজমলের মৃতদেহ পাওয়ার বিষযটি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্তনিখোঁজ আরেক শিক্ষকের কোন সন্ধান পাওয়া যায়নি।