ফরিদপুরে হলুদ রঙের একটি কাছিম (কচ্ছপ) উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার অম্বিকাপুর এলাকার বিশ্বাস ডাংগী থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, বন্যার পানিতে জাল ফেলে মাছ ধরতে যান অম্বিকাপুর গ্রামের রিয়াদ নামের এক যুবক। এক পর্যায়ে তার জালে বিরল প্রজাতির হলুদ রঙের ওই কচ্ছপটি ধরা পড়ে। পরে ফরিদপুর জেলা সামাজিক বন বিভাগ খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বিভাগীয় সামাজিক বন কর্মকর্তা মো. কবির হোসেন পাটোয়ারী বলেন, কচ্ছপটি একেবারেই নতুন প্রজাতির। এটি হলুদ রঙের। কচ্ছপটির ওজন আনুমানিক দেড় কেজি এবং ব্যাসার্ধ ৮ ইঞ্চির মতো।
মো. কবির হোসেন পাটোয়ারী আরও বলেন, ওই কচ্ছপটির ছবি তুলে খুলনায় অবস্থিত বন্য প্রাণী সম্প্রসারণ ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় কর্মকর্তাকে জানানো হয়েছে। তার পরামর্শ মত পরবর্তি পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, আপাতত ওই কচ্ছপটি ফরিদপুর সদরের গঙ্গাবর্দীতে অবস্থিত বন বিভাগের একটি জলাধারে রাখা হয়েছে।
এ ব্যাপারে বাগেরহাটের সুন্দরবনের করমজল বন্য প্রাণি প্রজনন কেন্দ্র এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবীর হাওলাদারের সাথে।
আজাদ কবীর হাওলাদার বলেন, এটি সুন্ধী জাতীয় কচ্ছপ হয়ে থাকতে পারে। তবে সুন্ধি জাতীয় কচ্ছপ (ষবঁপরংঃরপ ষরংংবসুং) সাধারণত মেটে ও ধুসর রঙের হয়। এটির ক্ষেত্রে জিনগত পরিবর্তন কিংবা অন্য কোন কারনে হলুদ রঙ হয়ে থাকতে পারে।