ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার ৩৮ ঘণ্টার পরও শেষ হয়নি ভোট গণনা, জাকসুর ফল প্রকাশে অনিশ্চয়তা লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা এক নজরে বিশ্ব সংবাদ: ১২ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ১৩ সেপ্টেম্বর নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জাকসু নির্বাচন: সন্ধ্যা নয়, ফলাফল হতে পারে রাত ১০টার পর জাকসু নির্বাচন : দায়িত্ব পালনকালে শিক্ষিকার মৃত্যু

ফরিদপুরে রাস্তা অবরোধ করে শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ

মাহবুব পিয়াল,ফরিদপুর : এই সড়কে আর মৃত্যু দেখতে চাই না এই শ্লোগান দিয়ে নিয়মিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার বা গতিরোধক নির্মানের দাবিতে ফরিদপুরে শিশু শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফরিদপুর সদর এসি ল্যান্ড জিয়াউর রহমান সেখানে উপস্থিত হয়ে সড়কে গতিরোধক নির্মানের আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা অবোরোধ তুলে নেয়।

মঙ্গলবার(২০জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর-চরভদ্রাসন সড়কের ভাজনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছ ফেলে তারা অবরোধ করে।এলাকাবাসী,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও অভিভাবকগন এই অবরোধে অংশ নেন।তারা জানান,প্রায় প্রতিদিনই এখানে সড়ক দুর্ঘটনায় হতা হতের ঘটনা ঘটছে।সোমবার (১৯ জুন)দুপুর ১২টার দিকে এখানে রাস্তা পার হতে যেয়ে পলি বেগম(৪০)একজন শিশুর মা মটরসাইকেল চাপায় মৃত্যুরবন করেন।গত এক বছরে এখানে ৬ জনের মৃত্যু ও প্রায় ১৫/২০ জনের গুরুতর আহত হবার ঘটনা ঘটেছে।তার অবিলম্ভে ভাজনডাঙ্গা এলাকায় গাড়ির গতিরোধ কমাতে স্পিড ব্রেকার বা গতিরোধক নির্মানের দাবি জানায় । এসময় এলাকার কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু জানান,সড়ক দুর্ঘটনা প্রবন এলাকা হওয়ায় বছর খানিক আগে এখানে গতিরোধক নির্মানের জন্য আমি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে লিখিত আকারে জানাই,কিন্তু আজ অবদি তারা কোন উদ্যোগ নেননি। জেলা প্রশাসন ও জেলা পরিষদের ও চেয়ারম্যানকেউ আমি মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছি। ভাজনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আফরোজ জানান, এই সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল করায় প্রায়শ:দুর্ঘটনা ঘটে চলেছে,আমাদের ছোট শিশু শিক্ষাথীর রাস্তা পার হয়ে স্কুলে আসে,তারও দুর্ঘটনায়র কবলে পড়ে, সব সময় শিুদের নিয়ে আতংকে থাকি,খুব চিন্তা হয়।তাই অবিলম্ভে এখানে গতিরোধক নির্মানের দাবী জানাচ্ছি।এলাকার বীরমুক্তিযোদ্ধা আনোয়ার ব্যাপারী বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের দীর্ঘদিনের দাবী এখানে স্পিড ব্রেকার বা গতিরোধক নির্মানের।জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আশ্বাস পেয়েছি তার দ্রুত বাস্তবায়ন চাই।

Tag :
জনপ্রিয়

জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার

ফরিদপুরে রাস্তা অবরোধ করে শিশু শিক্ষার্থীদের বিক্ষোভ

Update Time : ১২:০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩

মাহবুব পিয়াল,ফরিদপুর : এই সড়কে আর মৃত্যু দেখতে চাই না এই শ্লোগান দিয়ে নিয়মিত সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার বা গতিরোধক নির্মানের দাবিতে ফরিদপুরে শিশু শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফরিদপুর সদর এসি ল্যান্ড জিয়াউর রহমান সেখানে উপস্থিত হয়ে সড়কে গতিরোধক নির্মানের আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা অবোরোধ তুলে নেয়।

মঙ্গলবার(২০জুন) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ফরিদপুর-চরভদ্রাসন সড়কের ভাজনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছ ফেলে তারা অবরোধ করে।এলাকাবাসী,বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা ও অভিভাবকগন এই অবরোধে অংশ নেন।তারা জানান,প্রায় প্রতিদিনই এখানে সড়ক দুর্ঘটনায় হতা হতের ঘটনা ঘটছে।সোমবার (১৯ জুন)দুপুর ১২টার দিকে এখানে রাস্তা পার হতে যেয়ে পলি বেগম(৪০)একজন শিশুর মা মটরসাইকেল চাপায় মৃত্যুরবন করেন।গত এক বছরে এখানে ৬ জনের মৃত্যু ও প্রায় ১৫/২০ জনের গুরুতর আহত হবার ঘটনা ঘটেছে।তার অবিলম্ভে ভাজনডাঙ্গা এলাকায় গাড়ির গতিরোধ কমাতে স্পিড ব্রেকার বা গতিরোধক নির্মানের দাবি জানায় । এসময় এলাকার কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু জানান,সড়ক দুর্ঘটনা প্রবন এলাকা হওয়ায় বছর খানিক আগে এখানে গতিরোধক নির্মানের জন্য আমি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে লিখিত আকারে জানাই,কিন্তু আজ অবদি তারা কোন উদ্যোগ নেননি। জেলা প্রশাসন ও জেলা পরিষদের ও চেয়ারম্যানকেউ আমি মৌখিক ভাবে বিষয়টি জানিয়েছি। ভাজনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আফরোজ জানান, এই সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল করায় প্রায়শ:দুর্ঘটনা ঘটে চলেছে,আমাদের ছোট শিশু শিক্ষাথীর রাস্তা পার হয়ে স্কুলে আসে,তারও দুর্ঘটনায়র কবলে পড়ে, সব সময় শিুদের নিয়ে আতংকে থাকি,খুব চিন্তা হয়।তাই অবিলম্ভে এখানে গতিরোধক নির্মানের দাবী জানাচ্ছি।এলাকার বীরমুক্তিযোদ্ধা আনোয়ার ব্যাপারী বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে আমাদের দীর্ঘদিনের দাবী এখানে স্পিড ব্রেকার বা গতিরোধক নির্মানের।জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আশ্বাস পেয়েছি তার দ্রুত বাস্তবায়ন চাই।