মহামারি করোনার হাত থেকে রক্ষা পেতে সরকারে দেয়া সাত দিনে কঠোর লকডাউনের দ্বিতীয় দিন ছিল আজ শুক্রবার। এই লকডাউনকে বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে সারাদিন অবস্থান নায়েছিল আইশৃঙ্খলা বাহিনী।


সকাল থেকে ফরিদপুর শহরের বিভিন্ন সড়ক জনমানব শুন্য ও বিপনী বিতান গুলো বন্ধ দেখা গেছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব, পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে সক্রিয় ছিলেন। চলছে ভ্রাম্যমান আদালত।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত জেলায় শতাধিক মামলা করেছেন ভ্রাম্যমান আদালত । এ সময় ৮৮ হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আজ অভিযান পরিচালনা করে লকডাউনের আইন অমা্ন্য করার কারনে কমলাপুরস্থ চানমারী এলাকার ভূইয়া স্টোরকে দশ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
লকডাউন বাস্তবায়নের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে জেলার বিভিন্ন জায়গায় ১২টি স্থায়ী চেকপোষ্ট এবং ২৯টি মোবাইল টিম কাজ করছে।