ফরিদপুর শহরের কমলাপুর লালের মোড় নিবাসী সৌদি প্রবাসী ব্যবসায়ী,রীরমুক্তিযোদ্ধা সালাউদ্দিন মনি’র আপন ভাগনে আরিফ রাংকু ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার রাত ২টা ১০ মিনিটে ঢাকার নিউরো সায়িন্স হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত বুধবার নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
সদাহাসোজ্জল ও বন্ধুবৎসল রাংকু অবিাহিত ছিলেন এবং দীর্ঘ ২২বছর সৌদি আরবে থাকার পর গত ৩বছর আগে দেশে আসেন। তার বয়স হয়েছিল ৫৬বছর। মৃত্যুকালে তিনি বাবা,মা,১ভাই,১বোনসহ বহু আত্মিয়স্বজন ওগুনগ্রাহী রেখে গেছেন।
রবিবার বাদ জহুর কমলাপুর লালের মোড় দারোগা বাড়ি জামে মসজিদে আরিফ রাংকুর নামাজে জানাজা অনুষ্টিত হয়।পরে কমলাপুর মাটিয়া গোরস্থানে তাকে দাফন করা হয়।