ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
চূড়ান্ত ফলে ভিপি জিতু, জিএস-এজিএসসহ ১৯ পদে যাদের নাম শোনা যাচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল আজ সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার ৩৮ ঘণ্টার পরও শেষ হয়নি ভোট গণনা, জাকসুর ফল প্রকাশে অনিশ্চয়তা লন্ডনে মাহফুজ আলমের ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলার চেষ্টা এক নজরে বিশ্ব সংবাদ: ১২ সেপ্টেম্বর ২০২৫ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি ১৩ সেপ্টেম্বর নিরপেক্ষতার জন্য তফসিলের আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধিকে পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে জাকসু নির্বাচন: সন্ধ্যা নয়, ফলাফল হতে পারে রাত ১০টার পর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্টসহ ৮ জন আহত  

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ জেলা আনসার প্রধানসহ ৮ জন আহতহয়েছেন। মঙ্গলবারসকাল৮টা ৪০

এরদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের যদুরদিয়া নামক স্থানে ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, আনসার বাহিনীর ডাবল কেবিন পিকআপটি গোপালগঞ্জ থেকে রাজবাড়ী যাওয়ারপথে এ দুর্ঘটনার শিকারহয়। ঘটনাস্থলে এসে পিকআপটির পিছনের একটি চাকা ফেটে গেলে চালকনিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পিকআপটি সড়কের পাশে একটি গাছের গয়ে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঘটনা স্থলেই আটজন আহতহন। তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ  দুর্ঘটনায় আহত আটজন হলেন, গোপালগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মকসুদ রসুল, ল্যান্সণায়েক ইজাল উদ্দিন, হাবিলদার মোজাফফর আলী, আনসার ব্যাটালিয়ন খাইরুল এনাম, তুলসী সরকার, মো. নুরুজাম্মান, মো. ওবায়দুর রহমানও মো. সোহেল রানা।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন,  আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়াহয়। পরে মকসুদ রসুলও ল্যান্সণায়েক ইজালকে এয়ার এম্বুলেন্সে এবং চারজনকে সড়ক পথে ঢাকায় স্থনান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মো.সেলিমুজ্জামানবলেন, গোপালগঞ্জ থেকে কমান্ডারের নেতৃত্ব ওই আসনার সদস্যরা রাজবাড়ী যাচ্ছিলেন ফায়ারিং প্রাকটিস করতে। যাওয়ার পথে সকালে তারা এ দুর্ঘটনার শিকার হন।

মো.সেলিমুজ্জামান আরও বলেন, দুপুর সাড়ে ১২ ও  দুপুর পৌনে ১টার দিকে ফরিদপুর নদীগবেষণা ইনস্টিটউট মাঠ থেকে দুটি এয়ার এম্বুলেন্সে করে গোপালগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মো.মকসুদ রসুল ও ল্যান্সণায়েক ইজালকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।

Tag :
জনপ্রিয়

চূড়ান্ত ফলে ভিপি জিতু, জিএস-এজিএসসহ ১৯ পদে যাদের নাম শোনা যাচ্ছে

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ জেলা আনসার কমান্ড্যান্টসহ ৮ জন আহত  

Update Time : ০৪:১৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ জেলা আনসার প্রধানসহ ৮ জন আহতহয়েছেন। মঙ্গলবারসকাল৮টা ৪০

এরদিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের যদুরদিয়া নামক স্থানে ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।ভাঙ্গা হাইওয়ে থানার ওসি ওমর ফারুক বলেন, আনসার বাহিনীর ডাবল কেবিন পিকআপটি গোপালগঞ্জ থেকে রাজবাড়ী যাওয়ারপথে এ দুর্ঘটনার শিকারহয়। ঘটনাস্থলে এসে পিকআপটির পিছনের একটি চাকা ফেটে গেলে চালকনিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় পিকআপটি সড়কের পাশে একটি গাছের গয়ে আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে। এর ফলে ঘটনা স্থলেই আটজন আহতহন। তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ  দুর্ঘটনায় আহত আটজন হলেন, গোপালগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মকসুদ রসুল, ল্যান্সণায়েক ইজাল উদ্দিন, হাবিলদার মোজাফফর আলী, আনসার ব্যাটালিয়ন খাইরুল এনাম, তুলসী সরকার, মো. নুরুজাম্মান, মো. ওবায়দুর রহমানও মো. সোহেল রানা।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন,  আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়াহয়। পরে মকসুদ রসুলও ল্যান্সণায়েক ইজালকে এয়ার এম্বুলেন্সে এবং চারজনকে সড়ক পথে ঢাকায় স্থনান্তর করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মো.সেলিমুজ্জামানবলেন, গোপালগঞ্জ থেকে কমান্ডারের নেতৃত্ব ওই আসনার সদস্যরা রাজবাড়ী যাচ্ছিলেন ফায়ারিং প্রাকটিস করতে। যাওয়ার পথে সকালে তারা এ দুর্ঘটনার শিকার হন।

মো.সেলিমুজ্জামান আরও বলেন, দুপুর সাড়ে ১২ ও  দুপুর পৌনে ১টার দিকে ফরিদপুর নদীগবেষণা ইনস্টিটউট মাঠ থেকে দুটি এয়ার এম্বুলেন্সে করে গোপালগঞ্জ জেলা আনসার ভিডিপি কমান্ড্যান্ট মো.মকসুদ রসুল ও ল্যান্সণায়েক ইজালকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়।