আজ জাতীয় শোক দিবস। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শাহাদাৎ বার্ষিকী। এদিন আমাদের শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণের শপথ নিতে হবে।পাশাপাশি এক বছরের জন্য শপথ নিতে হবে নিজে যোগ্য ও সুনাগরিক হওয়ার, শোষণের উর্ধে থেকে সৎ হওয়ার। তবেই এ দিনটি পালন সার্থকহবে।জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুরে আয়োজিত এক আলোচনা সভায় একথা গুলি বলেন বক্তারা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অ্নুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আলিমুজ্জামান বিপিএম পুলিশ সুপার, ফরিদপুর এবং জেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমাদের জাতীয় শোক দিবস পালন করতে হবে শোক থেকে শক্তি, শক্তি থেকে জাগরণের শপথের মধ্যে দিয়ে। প্রতি বছর আমাদের এই শপথ নিতে হবে আগামী এক বছর আমরা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবো, দুর্নীতি করবোনা, কাউকে শোষণ করবো না, কারোপ্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করবোনা, অন্যায় ভাবে কারও সম্পদ লুটকরবোনা। সর্বপরি নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি অবিচল থেকে নিষ্ঠার সাথে কাজ কবরো।
বক্তারা বলেন, প্রতি বছর এ প্রত্যয় নিয়ে আমরা যদি কাজ করতে পারি তাহলে প্রতি বছর আমাদের জাতীয় এ শোক দিবস পালন করা যেমন সার্থক হবে তেমনি বঙ্গবন্ধুর প্রতি জানানো হবে সঠিক শ্রদ্ধা।