জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা শহরতলীর গদাধরডাঙ্গি ইসলামিয়া মিশন ও এতিমখানায় দোয়া,মিলাদ মাহফিল ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করা হয়েছে।
এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে অতিথি হিসেবে উপস্থিত থেকে এতিম শিশুদের মাঝে দুপুরের উন্নত মানের মানের খাবার বিতরন করেন লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির প্রেসিডেন্ট লায়ন মহসীন শরীফ, উপদেষ্টা লায়ন একে এম শামসুল আলম।
এসময় লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির সেক্রেটারী লায়ন মোঃ মোস্তাফিজুর রহমান লাবলু, ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন রাহাত হাসান নীলয়, লায়ন পারভেজ হাসান, লায়ন মোঃ এস ইসলাম,লায়ন মোঃ জিন্নাত হোসেন,ইসলামিয়া মিশন ও এতিমখানার প্রতিষ্টাতা সাধারন সম্পাদক মোঃ হায়দার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অব ফরিদপুর সিটির পক্ষ থেকে এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরন ও এতিমখানার মসজিদে একটি জায়নামাজ ও ছাতি প্রদান করা হয়।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু সাঈদ জালালি।