বলিউড তারকা নোরা ফাতেহি করোনায় আক্রান্ত হয়েছেন। সামাজিক যোগাযোগের মাধ্যম ইন্সটাগ্রামে সেই খবর তিনি নিজেই জানিয়েছেন। করোনার কারণে বেশ কয়েকদিন ধরেই কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
ইন্সটাগ্রাম স্টোরিতে করোনা আক্রান্ত এ ভারতীয় অভিনেত্রী জানান, তার ওপর শক্তভাবে জেঁকে বসেছে কারোনাভাইরাস। এ কারণে করোনার সব বিধিনিষেধ মেনে চলছেন। কয়েকদিন ধরে বিছানা ছেড়ে ওঠার শক্তি পাচ্ছেন না তিনি। খবর হিন্দুস্তান টাইমসের।
সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে তিনি বলেন, করোনার সবাইকে আলাদাভাবে আক্রমণ করছে। কারও মৃদু উপসর্গ, আবার কারও বড় উপসর্গ। তার ওপর করোনার বড় উপসর্গের প্রভাব পড়েছে। তবে তিনি এ মুহূর্তে নিজে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন। তিনি উল্লেখ করেন, স্বাস্থ্যের চেয়ে মূল্যবান কিছু নেই। স্বাস্থ্যই সব সুখের মূল। তাই সুস্থ ও সচেতন থাকতে হবে সবাইকে।