বাংলাদেশের আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘদিন ধরে ফুসফুস ক্যানসারে আক্রান্ত ছিলেন নাদির শাহ। সপ্তাহখানেক আগে হাসপাতালের বেডে শুয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ছবিও পোস্ট করে মাঠে ফেরার ইচ্ছেও প্রকাশ করেছিলেন তিনি।
২০১৯ সালের অক্টোবরে জাতীয় লিগের ম্যাচ পরিচালনা করার সময় মাঠেই অসুস্থ হয়ে পড়েন নাদির শাহ। এরপর থেকে গৃহবন্দী জীবন কাটছিল। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় মাঠে ফেরা সম্ভব হয়নি তার।
নাদির শাহর প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি ফেসবুকে লিখেছেন, ‘নাদির শাহ (১৯৬৪-২০২১)। আমাদের ভালোবাসার মানুষ, অতুলনীয় নাদির শাহ আর নেই। তার বিদেহী আত্মার প্রতি শান্তি কামনা করছি।’