কঠোর বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে আজ ৫৬৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া উইং এ তথ্য জানিয়েছে।
ডিএমপির মিডিয়া উইংয়ের তথ্য অনুযায়ী, লকডাউনের বিধিনিষেধ অমান্য করায় রাজধানী থেকে ৫৬৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০৬ জনকে তিন লাখ ৪০ হাজার একশ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, ৪৩১টি গাড়িকে নয় লাখ ৯৭ হাজার পাঁচশ টাকা জরিমানা করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, কঠোর বিধিনেষধ শুরুর পর গত ২৩ জুলাই থেকে এ পর্যন্ত তিন হাজার ৬২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।