ফরিদপুরের ভাঙ্গায় কুমার নদে নৌকা থেকে পড়ে নিখোঁজ লালন শেখ (৩৫) এর লাশ ১৩ ঘন্টা পর সোমবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে নদ থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। লালন শেখ ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়া মহল্লার সোহরাব শেখের ছেলে। লালন শেখ বিবাহিত ও ৩ সন্তানের পিতা।
ভাঙ্গা দমকল বাহিনীর লিডার খোকন জমাদার জানান, গত রবিবার (২২ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌকায় করে ঘাস কেটে ফেরার পথে বাড়ির কাছে কুমার নদের ঘাটে এসে নৌকা থেকে পড়ে যায় লালন শেখ। খবর পেয়ে ভাঙ্গা দমকল বাহিনীর ৫ সদস্য উদ্ধার তৎপরতায় অংশগ্রহণ করে। ২ ঘন্টা চেষ্টা চালিয়ে রবিবার রাত ৯টা পর্যন্ত লালন শেখের সন্ধান না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বরিশালের ডুবুরী দলকে খবর দেওয়া হয়। সোমবার সকালে ডুবুরী দল পৌছার আগেই এলাকাবাসী তার লাশ কুমার নদে ভাসমান অবস্থায় দেখতে পায় ও তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পূর্ব হাসামদিয়ার বাসিন্দা ও ভাঙ্গা পৌরসছভার সাবেক কাউন্সিলর জগদীশ চন্দ্র মালো জানান, লালন পেশায় কৃষিজীবী। রবিবার বিকালে বাড়ির গরুর জন্য ঘাস কেটে ফেরার পথে নৌকা থেকে পড়ে যায়। সে ২ মেয়ে ও ১ ছেলের পিতা।