এবার স্বচ্ছতার ভিত্তিতে পুলিশের কনস্টেবল নিয়োগের উদ্যোগ নিয়েছে পুলিশ। সোমবার (২৩ আগষ্ট) বেলা ১১টার দিকে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী কনস্টেবল নিয়োগের বিষয়টি সাংবাদিকদের অবগত করেন। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ লুৎফর রহমান ও বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ফাহিমা কাদের চৌধুরী বলেন, আগামী মাসে সারা দেশে পুলিশের কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে।
কনস্টেবল নিয়োগের এ প্রক্রিয়া হবে সর্বোচ্চ স্বচ্ছ। এ স্বচ্ছতা নিশ্চিত করতে ফরিদপুর জেলা পুলিশ বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। তিনি বলেন, চাকুরী প্রার্থীরা যেন কোন দালালের সংগে অবৈধ লেনদেন না করেন। নিয়োগ সংক্রান্ত অসাধু তৎপরতা প্রতিহত করার জন্য প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে। তদবিরবাজ ও দালালদের গোয়েন্দা নজরদারীর মধ্যে এনে তাদের গতিবিধি নিবিড় ভাবে মনিটরিং করা হচ্ছে।