সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাত্র তিন বল খেলেই প্রথম উইকেট হারালো সফরকারী নিউজিল্যান্ড। পরে ৩ ওভারের মধ্যে হারিয়েছে আরেক উইকেট। আর চতুর্থ ওভারে পড়েছে তৃতীয় ও চতুর্থ উইকেট।
প্রথম বলে কোনো রান নিতে পারেনি তারা। দ্বিতীয় বলে এক রান যোগ করার পর তৃতীয় বলেই মেহেদী হাসানের শিকার হন রচিন রবিন্দ্র। এছাড়া ২.৫তম ওভারে সাকিব আল হাসানের শিকার হয়েছেন উইল ইয়ং। ৩.৩তম ওভারে নাসুম আহমেদ নিয়েছেন কলিন ডি গ্র্যান্ডহোমের উইকেটটি। একই ওভারের শেষ বলে নাসুম নিয়েছেন আরেকটি উইকেট। পরাস্ত করেছেন টম ব্লুডেলকে।
নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬.৫ ওভারে ৬০ রান।