খোন্দকার ইয়াকুব আলী: জাগো ফাউন্ডেশন ভলান্টিয়ার ফর বাংলাদেশ ফরিদপুর জেলার উদ্দোগে সচেতন হই, আইন মানি নিরাপদ হোক সড়ক খানি এই স্লোগানকে সামনে রেখে জনতা ব্যাংকের মোড়ে আজ একটি সচেতনতা মূলক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ট্রাফিক টিআইও মোঃ তুহিন লস্কর।র্যালি সভাপতিত্ব করেন শাহিনুর রহমান পান্থ।আরো উপস্থিত ছিলেন টিম লিডার তানজিকা তুহিন সোহা, ইয়াছিন কাজী, নাজমুল হাসান কৌশিকসহ জাগো ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ ।তারা সাধারণ জনগণকে প্রতি বছর কি পরিমান মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরণ করে,সে সম্পর্কে জনগণকে সচেতন করেন।তারা বলেন প্রতি বছর সড়কে প্রায় ৮ হাজার প্রানহানি ও পঙ্গু হয় ৮০ হাজার মানুষ। গড়ে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়, মোট দুর্ঘটনার ৪০ শতাংশের বেশি ঘটে মোটরসাইকেলে।আরো বিভিন্ন বিষয়ে জনগণকে সচেতন করেন।