নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ধারায় দৈনিক রোগী শনাক্ত আগের দিনের চেয়ে বেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ হাজার ৩১৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; মৃত্যু হয়েছে ৫০ জনের।
সোমবারও মৃত্যুর সংখ্যা ৫০ এর উপরে ছিল; শনাক্ত রোগীর সংখ্যাও ৩ হাজারের বেশি ছিল।
মঙ্গলবারের চেয়ে বেশি রোগী শনাক্তের খবর এসেছিল ৫৩ দিন আগে গত ২৩ এপ্রিল। সেদিন ৩ হাজার ৬২৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণের তথ্য জানানো হয়েছিল।
গত এক দিনে নতুন আক্রান্তদের নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন হয়েছে। আর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ২২২ জন।
সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৪৪৩ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন।
গতকাল সোমবার করোনায় ৫৪ জনের মৃত্যু হয়। এ ছাড়া শনাক্ত হয় ৩০৫০ জন।