ফরিদপুরের নগরকান্দায় আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে হান্নান ব্যাপারি নামে এক ব্যাক্তির বাড়ি। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লস্করদিয়া ইউনিয়নে শাকরাইল গ্রামের হান্নান ব্যাপারীর বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, হান্নান ব্যাপারীর মেয়ে লিমা গ্যাসের চুলায় ঘরের বারিন্দায় রান্না করছিল। পাশের ঘরের ভিতরে তার ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনে বাচ্চার কাছে ছুটে যায় লিমা । গ্যাস সিলিন্ডার বন্ধ না করায় আগুনের এ ঘটনা ঘটে।
এসময় লিমা চিৎকার দিলে আশে পাশের লোক এসে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এলাকাবাসীর খবরে নগরকান্দা ফায়ার সার্ভিস এর সদস্যরা ঘটনাস্থলে পৌছানোর আগেই একটি টিনের ঘর ও ভিতরে থাকা ফ্রিজ, টিভি, আলমারী ফ্যান ও যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা দমকল বাহিনীর ফায়ার ফাইটার চয়ন বিশ্বাস জানান, গ্যাসের চুলা থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়। তিনি বলেন, দমকল বাহিনীর সদস্যরা যাওযার আগেই বাড়িটি পুড়ে যায়। এতে হান্নান ব্যাপারের অনেক ক্ষতি হয়েছে।
নগরকান্দা থানা (সার্কেল) এ এসপি সুমিনুর রহমান ও নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
লস্কর দিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, আগুনে হান্নান ব্যাপারির অন্তত তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ থেকে তাকে সাহায্য করা হবে।